ফেইসবুকে নাম ছাড়া আইডি খুলুন মাত্র ২ মিনিটেই

blank id

মোবাইল দিয়ে তৈরি করুন ফেইসবুকে নাম ছাড়া আইডি কোন প্রকার ভিপিএন (VPN) ছাড়া খুব সহজেই।


আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ফেসবুকে নাম ছাড়া আইডি খুলবেন। তাহলে স্টেপ বাই স্টেপ শুরু করা যাক।

১। প্রথমেই নতুন একটি ফেইসবেক আইডি খুলে নিন। পুরনো আইডি দিয়েও হবে যদি গত ২ মাসের ভিতরে আইডির নাম চেঞ্জ না করে থাকেন।

২। ফেইসবুক অ্যাপ ওপেন করে মেনু বাটনে ক্লিক করুন।  

menu


৩। এরপর সেটিংস অপশনটিতে ক্লিক করুন।
settings




৪। সেটিংস অপশনে ক্লিক করার পর নিচের মতো একটি পেজ ওপেন হবে।👇


option


৫। এরপর Personal and Account information লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর নিচের মতো পেজ ওপেন হবে।👇


name



৬। এরপরে Name লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর নিচের মতো একটি পেজ ওপেন হবে।👇


change


৭। এখন First Name এবং Last Name লেখায় (ﹺ                         ﹺ) এই ব্র‍্যাকেটের ভিতরের কোডটি বসিয়ে দিন এবং Review Change এ ক্লিক করুন। মনে রাখবেন যে ব্র‍্যাকেট ছাড়া কোডটি বসাতে হবে। এর পর তৈরি হয়ে যাবে আপনার নাম ছাড়া ফেইসবুক আইডি।


এই ট্রিক ব্যবহার করলে আপনাদের কোন প্রকার ভিপিএন (VPN) ব্যবহার করা লাগবে না।

Next Post